• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

ডাকাতি,হত্যা,অস্ত্রসহ ১৫টি মামলার আসামি ভয়ঙ্কর ডাকাত রায়হান গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ মার্চ ২০২৩

আব্দুল মান্নান পল্টন,ময়মনসিংহ ব্যুরো:
৮টি ডাকাতি, ৩টি হত্যা,২টি অস্ত্র,২টি চোরি মামলাসহ ১৫টি মামলার আসামি আন্তজেলা ডাকাত সর্দার রায়হানকে (৪০) গ্রেফতার করেছে উপজেলার পাগলা থানা পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে গাজিপুরের শ্রীপুর ও পাগলা থানার সীমান্তবর্তী এলাকা নিগুয়ারী ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার অভিযানের নেতৃত্বে ছিলেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেদুজ্জামান রাশেদ। সঙ্গে ছিলেন এস আই রুমান,এ এস আই আনোয়ারসহ পাগলা থানার একদল পুলিশ।
এতদ অঞ্চলসহ ময়মনসিংহের বহুল আলোচিত ও দুধর্ষ ডাকাত রায়হান উপজেলার পাগলা থানাধীন বেলদিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ খোকনের ছেলে ।
এদিকে ভয়ংকর ডাকাত রায়হানের গ্রেফতারের সংবাদে গফরগাঁওয়ের সর্বত্রই সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিেও এসেছে। ফেসবুক টুইটার,অনলাইনসহ জনপ্রিয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পাগলা থানার ওসি রাশেদদুজ্জামান রাশেদকে ধন্যবাদ জানিয়ে অসংখ্য মানুষকে পোষ্ট করতে দেখাগেছে।
রবিবার বিকেলে পাগলা থানার ওসি রাসেদুজ্জামান রাশেদ জানান ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ডাকাত রায়হানকে ২ ঘন্টা আগে ময়মনসিংহের আদালতে পেরণ করা হয়েছে। ডাকাত রায়হানের বিরুদ্ধে গফরগাঁও এবং পাগলা থানা ছাড়াও শ্রীপুর, কাপাসিয়া, কালিয়াকৈর,পাকুন্দিয়া থানায় চোরি, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধে ১৫টি মামলা রয়েছে। জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম সেবা স্যারের দিক নির্দেশনায় ও দৃঢ় নেতৃত্বে ময়মনসিংহ জেলা পুলিশ অনেক শক্তিশালী। যত ভয়ঙ্কর অপরাধী হোক না কেন তাকে গ্রেপ্তার করা হবে বলেও জানান ওসি রাশেদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads